Indus Valley Civilization


 


     

 

 

) আজ থেকে কত বৎসর পূর্বে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল?

:- ৫০০০ বছর আগে

) সিন্ধু সভ্যতার সময়কাল লেখ?

:- ৩৩০০১৩০০ খ্রিস্টপূর্বাব্দ

) সিন্ধু সভ্যতার আবিষ্কারকের নাম লেখ?

:- মহেঞ্জোদার -- রাখালদাস বন্দ্যোপাধ্যায়

       হরপ্পা -- দয়ারাম সাহানি

) সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য স্থান গুলি লেখ?

:- মহেঞ্জোদাড়ো সিন্ধু প্রদেশের লারকানা জেলা , পাকিস্তান

        হরপ্পা পশ্চিম পাঞ্জাবের সাহিওয়াল জেলা, পাকিস্তান ,

        কালিবঙ্গানহনুমানগড় জেলা, রাজস্থান ,

         লোথাল -- গুজরাট ,

         চানহুদাড়ো সিন্ধু প্রদেশ, পাকিস্তান  

         সুকতাজেন্দর বালুচিস্তান , পাকিস্তান

         আলমগীরপুর উত্তর প্রদেশ  

         বানাওয়ালী হরিয়ানার ফাতেহাবাদ জেলা

         ধোলাভিরা -- গুজরাট,

         সুরকোটাডা গুজরাট  

          দাইমাবাদমহারাষ্ট্রের আহমেদনগর জেলা ,

         রোপার পাঞ্জাব , ইন্ডিয়া

         কোটদিজি সিন্ধু প্রদেশ, পাকিস্তান

         আমরি বালুচিস্থানের নিকট সিন্ধু প্রদেশ,  পাকিস্তান

) কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়?

:- ১৯২১

) সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?

   :- তাম্র প্রস্তর যুগের

) সিন্ধু সভ্যতার কয়টি স্তর পাওয়া যায়?

   :- টি

) সিন্ধু সভ্যতা কি ধরনের সভ্যতা?

    :- নগর কেন্দ্রিক সভ্যতা

) সিন্ধু সভ্যতার কোথায় জলপথে যোগাযোগ বা বাণিজ্য চলত তার নিদর্শন পাওয়া যায়?

    :- গুজরাটের লোথাল বন্দরে

১০) সিন্ধু সভ্যতায় কোন্ পালিত পশুর উল্লেখ পাওয়া যায় না?

:- ঘোড়া

১১) সিন্ধু সভ্যতায় কোন ধরনের শিল্পের প্রাচুর্য দেখা যায়?

:- টেরাকোটা শিল্পের

১২) সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সিলে কোন দেবতার মূর্তি পাওয়া যায়?

     :- পশুপতি দেবতার মূর্তি

১৩) সিন্ধু সভ্যতায় কোন ধাতুর ব্যবহারের প্রমাণ পাওয়া যায় ধাতুর ব্যবহারের প্রমাণ পাওয়া যায় না?

    :- তামার ব্যবহারের প্রমাণ পাওয়া যায় কিন্তু লোহার ব্যবহারের প্রমাণ পাওয়া যায় না।

১৪) নগর কেন্দ্রিক সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি?

    :- নিকাশি ব্যবস্থা এবং প্রয়ঃ প্রণালী নির্মাণ

১৫) সিন্ধু সভ্যতার  অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল?

    :- কৃষি কাজ

১৬) এমন একটি বহির্দেশীয় সভ্যতার নাম লেখ যার সাথে সিন্ধু সভ্যতার অধিবাসীদের বাণিজ্যিক সম্পর্ক ছিল?

     :- মেসোপটেমিয়া সভ্যতা

১৭)  মহেঞ্জোদারো শব্দটির অর্থ কি?

    :- মৃতের স্তুপ

 

 

1) How many years ago did the Indus civilization develop?

A:- 5000 years ago.

2) write the period of  Indus valley civilization?

A:- 3300 – 1300 BC

3) Write the name of the discoverer of Indus civilization?

A:- Mohenjodar -- Rakhaldas Banerjee

       Harappa - Dayaram Sahani

4) Write the significant places of Indus civilization?

A:- Mohenjodaro – Larkana District of Sindh Province, Pakistan

        Harappa – Sahiwal District of West Punjab, Pakistan,

        Kalibangan – Hanumangarh District, Rajasthan,

         Lothal - Gujarat,

         Chanhudaro – Sindh Province, Pakistan

         Suktajender – Balochistan, Pakistan

         Alamgirpur – Uttar Pradesh

         Banawali – Fatehabad district of Haryana

         Dholavira -- Gujarat,

         Surkotada – Gujarat

          Daimabad – Ahmednagar district of Maharashtra,

         Ropar – Punjab, India

         Kotdiji – Sindh Province, Pakistan

         Amri – Sindh Province near Balochistan, Pakistan

5) In which year the Indus civilization was discovered?

A:- 1921

6) Indus civilization which era civilization?

   A:- Chalcolithic Age

7) How many layers of Indus civilization are found?

   A:- 7 layers

8) Indus civilization is what kind of civilization?

    A:- City based civilization

9) Where in the Indus Civilization can we find traces of water communication or trade?

    A:- At Lothal port in Gujarat

10) There is no mention of which domesticated animal in Indus civilization?

A:- Horse

11) What type of art is abundant in Indus civilization?

A:- Terracotta art

12) Which deity is found on seals found in the Indus civilization?

     A:- Idol of Pashupati deity

13) Evidence of use of which metal a) is found b) is not found in Indus civilization?

    A:- There is evidence of use of copper but no evidence of use of iron.

14) Which is the most significant feature of the city-centric Indus civilization?

    A:- Construction of drainage system and canals

15) What was the main livelihood of the inhabitants of Indus civilization?

    A:- Agricultural work

16) Name one foreign civilization with which the inhabitants of Indus civilization had trade relations?

     A:- Mesopotamia civilization

17) What is the meaning of the word Mohenjodaro?

    A:- Heap of the dead.



Comments

Post a Comment

Popular posts from this blog

DIFFERENT TYPES OF MANIA

IMPORTANT YEARS IN INDIAN HISTORY

DIFFERENT TYPES OF KILLING